মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বন্ধন পাল-এর কবিতা


জালের ধর্ম

সে-দূর সুদূর‌ই থাকে, প্রেমের বোধের নিষ্ঠা ভাবায় নিকট,
আতস কাচের ধর্ম নীচকে ওপরে তুলে চোখকে দেখানো;
ধর্মান্ধ স্বভাব, কিন্তু কেন্দ্রিত সূর্যরশ্মিতে পোড়ায় অধীর
নীচস্থ মনকে গুণগত কার্যক্রমে!
নিকটে উত্থিত-রূপ নিষ্ঠার ধর্মকে বোধে বাঁধে।

যার কোন‌ও স্থান আজ নির্ধারিত নয়
'দূরে-কাছে' শব্দগুলি তার কাছে চির-অবান্তর—
দু'টি নিষ্ক্রিয় মৌলের যোজ্যতাবিহীন সম্পর্কের
আশা-প্রত্যাশা হারানো মৃতবৎ পাশাপাশি থাকা;
প্রাপ্তবয়স্ক হাসির গোপন শব্দের ভারে কেঁপে ওঠে ঠোঁট।

বিভ্রান্তিতে বেড়ে ওঠা বিচিত্র বিলাপে
ভাসছে জীবন যেন দিগ্‌ভ্রান্ত মাছ-ধরা ডিঙি;
সমুদ্রের বুক থেকে জাল টানে ব্যতিব্যস্ত জেলে
তটে জড়ো করা জালে ছটফট করে মরে মাছ
বাঁচা ও মরার মাঝে দুর্ভাগ্যের দূরত্বকে টেনে তোলে জাল।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন