রবিবার
ব্রজমোহন সরণি পেরিয়ে হালকা হলুদ রোদ
ঢুকে পড়ল নীলমণি দাস লেন, রবিবার
হার্ডওয়ার, মুদিখানা, কসমেটিকসসহ
এখন অপরাহ্ন মেখে, মোহনচাঁদ, ডেলেবার
নরম শীতে অলসভঙ্গিতে শুয়ে আরাম নিচ্ছে
অখণ্ড এক নীরবতা, কয়েকটা মানুষ হাঁটছে
তাদের কোনো তাড়া নেই, সাটার ফেলা দোকান
কেমন অদ্ভুত সব, দূরে যাত্রী ডাকছে বাস
বাসের পেটের ভেতর ব্যস্ততা নেই, রাস্তায়
নেই পুলিশ, সাটেল ট্যাক্সি শুধু ডিসেম্বর ছুঁয়ে
মনোরম রবিবার কেমন এক ফাঁকা ফাঁকা
নিশ্চুপ রোদ গুটিয়ে যাচ্ছে শহর থেকে
বাড়ির কার্নিস থেকে সরে গুটি কয়ে গাছে
ঝুমঝুম বিকেল পড়ে আসছে গঙ্গার পাড়ে
আহা শীত, আহা বিকেল, আহা রবিবার
ভালো লাগলো অমিতদা।
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুন