সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সুবীর ঘোষ-এর কবিতা

এবার আমায় ডাকলে দূরে

গুপ্তধনের চাবি আমার হাতে এসে গেলেও

দখল এখনও অনিশ্চিত;

প্রথমে চাই পথ তারপর বিশ্বাসযোগ্যতা

শেষে আবরণ উন্মোচনের জন্য একটি শুভলগ্ন।

 

আশ্রয়ের আত্মীয়তা বলে কিছু নেই

যে হাঁটে পথ তার।

যে কোনো মালির হাতে জল পেয়ে নেচে ওঠে গাছ।

কিন্তু ফুল মালির জন্যে ফোটে না,

উঁচুতলার কোনো স্খলিত চোখ শ্যেন হয়ে বসে আছে বহুক্ষণ।

 

এভাবেই যতটুকু হবার হবে

আর যা না হবার তা প্রত্যাখ্যাত হাটুরের

ঘরে ফেরার সঙ্গী হয়ে লজ্জায় সাপ হয়ে যেতে চাইবে।

যেতে যেতে পথ তখন অনেক গল্প শোনাবেঃ

কেমন করে কোথাও পৌঁছে যেতে হয় সেই গল্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন