অবশিষ্ট ক্লান্তি থেকে জেগে ওঠে ঘুম
অদ্ভুত প্রদেশে ভেসে স্বপ্নগুলো মৃত
কবন্ধ শরীর আর মুণ্ডর বিচ্ছেদ
অসহনীয় ব্যথাতুর আত্মক্রন্দনের
বিলাপী প্রচার দেখি সমাহিত গূঢ়
শিলালিপি ফেলে রেখে পর্যটক যায়
কালের সে পান্থশালা কবিতা লেখার
রসদ পায় না বলে অবসন্ন দিন
মনখারাপের কাঁথা গায়ে দিয়ে শোয়
যদিও, ঘুমের মধ্যে কবিতাই ওম দেয়...
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই 🙏
উত্তরমুছুন