সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

আবদুর রাজ্জাক-এর কবিতা

আমিও পানকৌড়ি তুমিও পানকৌড়ি

ভালোবাসা শব্দটির অর্থ তুমি বোঝো কি!

ভালোবাসার পর্ব কবে শুরু হয়েছিলোশেষ হবে কবে

এমন প্রত্যাশা কখনও করি না

কেউ যেন বুকের ভেতরে চেপে রয়েছে,

ভুলেই যাইভালোবাসার সাম্পানডোবে না, কখনো।

তুমি খুব ভালোতুলনায় মন্দ একজন অপেক্ষা করছে,

এখন যে বাতাস বইছে সে তুমি

সাদা-কালো দিন জয়েন্টে জয়েন্টে ব্যথাপ্রাচীনব্যথা——

আমাকে ভালোবাসে খুবএকিচাঁদের শীর্ণছায়া

 ডুবে গেলো পাহাড়ের ওপারে! গভীর সমুদ্রে!

তোমার চোখহয়তো হবে নাতোমার চোখ তোমার  আগেই আমাকে বিদ্ধ করেছে।

ঝোড়োহাওয়া লন্ডভন্ড করে গেছে  আমার অরণ্য,

বহুবার তোমার নদী হয়েছিশ্রাবণের ঢল হয়েছি

যেখানে মেঘ নেইঅঢেল জ্যোৎস্না নেই,

তুমিও নেইসেখানেই চকচক করে প্রার্থিত চোখ তোমার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন