মিহিদানা নুনঘাম
লোকটিকে ধরে ফেললাম।
তিনি দাঁড়ালেন।
তিনি দাঁড়ালেন না।
তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা নাড়ছে।
একবার ডান
একবার বা পা।
ডান আর বামের গতি দেখে বুঝলাম
বহুদূর হেঁটে এসেছেন
আরো বহুদূর যাবেন।
তাঁর দাঁড়ানোর অভ্যাস নেই।
দাঁড়ানোর ভেতর হাঁটেন
অথবা হাঁটার ভেতর তিনি দাঁড়ান।
দাঁড়ানো আর হাঁটার মাত্রা ধরতে পারিনি
বলে লোকটিকে ধরেও
ধরে রাখতে পারলাম না।
লোকটি চলে গেলেন।
আমি স্থির দাঁড়িয়ে রইলাম।
ধুলার শরীরে একজন ঘর্মাক্তের মিহিদানা
নুন ঘাম লেগে আছে।
ছপছপ ভেজা দাগ লেগে আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন