জন্মান্তর
গাছের কোটরে ঢুকতে হলে নিজেকে ছোট ভাবো
ভেতরে লুকিয়ে থাকা অজানা তুমিকে
গাছের পাশে দাঁড়িয়ে আবিষ্কার করো
জংলি লতা প্রথমে হলুদ তারপর কালো
আর তুমি ধীরে ধীরে কেমন গাছ হয়ে উঠছো
ভালো কবিতা
ভালো কবিতা
উত্তরমুছুন