সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নীলাদ্রি দেব-এর কবিতা

সূত্র, সমীকরণ

পাখির ডানার আঁচড় খাঁচার পরিধি থেকে দূরে 
দরজা খুলে রাখা আছে 
অভ্যাসে ইরেজার, তবু
শেষ বিকেলে যারা ফিরে এলো,
আবছা ক্যানভাসে আদি প্রশ্নের বাঁক

আর মানুষের ডানা-খাঁচা হঠাৎই অভিন্ন আকাশ

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন