সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা

আবিষ্কার

একদিনই তোমাকে কতটুকু আবিষ্কার করা
যাবে? তুমি তো একগ্রন্থে লিপিবদ্ধ নও,
নও শুধু কার্ল মার্কসের দাস ক্যাপিটালের
বিশ্লেষণে মূর্ত! বহু গ্রন্থের অধ্যায়ে অধ্যায়ে
মানুষের উপস্থিতি, এক অধ্যায়ের সাথে আর
এক অধ্যায়ের মিল খুঁজে পাওযা যায না!
আশা ও বিশ্বাস দু’টোই ছলনাময়, সময়ে
সময়ে কত রঙ নিয়ে রঙ বদলায়! মানুষের
সাদা অংশের চেয়ে অন্ধকারের অংশ বেশি,
তা আবিষ্কারের অপেক্ষায় থাকে, কিন্তু পুরো  
আবিষ্কার করা যায় না!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন