সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সুবল দত্ত-র কবিতা

 

ঘুম                      

 

অচেনা পথ  ঘুমের আবেশ

 মেয়ে এখন আর স্বপ্নে এসো না 

অবচেতনায় এই আমি যৌনতা পুড়িয়ে ফেললাম 

হায় আমার অজানা ইচ্ছে আর দেহ ঘড়ি 

 মেয়ে তোমায় এবার মা করে নিতে ভীষণ ইচ্ছে করে 

তুমি ঝুমঝুম নুপুর পায়ে পায়ে আমার বদ্ধ উদোম আগুন ঘরে এলে 

আমার মহাজাগতিক অংক কষতে ইচ্ছে করবে 

এবার শরীরে প্রাণীজ আগুন নয় 

আমি সত্যি সত্যি খাওয়া পরা যৌনতা  শূন্যতা ভুলেছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন