সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সৌগত বালী-র কবিতা

মা

মা পুরুষ আছে চলে যায়
সেখানে সুমুদ্রের ডিম পারে
ভেসে ওঠে বিস্তর ভাইবাভাই

পারকতা নেই নৈশ পার্টি
ওয়াক করে দি স্বপ্নদোষ
মা পা আছে বলে চলে যায়
ভোরের দিকে ফসলের মাথে ক্ষীর জমাটি 

রাত জাগা চোখে কালি পড়ে গেছে।

ভেবে উঠে হেঁটে যাই
ওখানে একে একে যেতে বসেছে
কপর্দক
সমুদ্রের ফেনা
অচেনা
অস্থি ভষ্ম ভাসাতে থাকি
মা পৌরুষ বলে চলে যায়
অনেক অনেক ভোররাতে।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন