শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

অমিত কাশ‍্যপ-এর কবিতা

মুখ

দক্ষিণের জানালা খুলে বসেন রোজ 
বিনা আমন্ত্রণে ভাঙা রোদ আসে 
সামনে টেবিল চেয়ার, লেখার কিছু নেই 
কিবা লিখবেন, অনেক তো লিখেছেন 

এখন অবসর, রোজ বসেন, কেমন একটা টান
জানালা খুলে নরম সকাল, কী চমৎকার 
চোখ বুজে অনুভব করেন এই মুহূর্তটুকু
আগে অনেকেই আসত, এখন আর কেউ নেই 

নিজেকে গুটিয়ে নিয়েছেন, আশ্চর্য, শহর থেকে দূরে 
একাকী, নিজেই সব করেন, বারান্দায় আসেন
যতদূর দেখা যায়, কতকিছুই মনে মনে বানান
তারপর সবই যেন কুয়াশামাখা, কেমন বর্ণহীন
মনে পড়ে মেলায় গিয়ে হারিয়ে যাওয়া
দিগন্ত ধরে হাঁটতে গিয়েছিল যে লোকটি
ফিরে আসেনি, সে লোকটির আশ্চর্য নীল মুখ 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন