শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

রন্তিদেব সরকার-এর কবিতা

সময়-সীমানা

একটা সীমানায় পৌঁছে –--

আমাদের সজীব অস্তিত্বগুলো

ক্রমশঃ দিশাহীন, ধূসর হয়ে যায়।

 

একদিন

যাদের আবর্তের বলয়ে

নিঃশর্ত ভালবাসা ছিল,

যাপনের জোরালো রসদ ---

তারা সবাই যেন দূরে,

আরো দূরে সরে যেতে যেতে

সুদূর নক্ষত্রলোকের কাছে,

হয়তো বা দূরতম গ্রহের কাছাকাছি

কোনো কক্ষপথের আবর্তে,

নিজেদের আকীর্ণ করে নেয়

ফলতঃ ঘোর বিপদের সময়

সাহায্য পাওয়া তো দূরের কথা ---

 

তাদের আওয়াজ পেতেই

লেগে যাবে হয়ত এক আলোকবর্ষ সময়।

 

২টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. যায়। সময় মস্তিষ্কের গ্ৰে ম্যাটারগুলো ক্ষয়ে দেয়। সেই সঙ্গে। কমে যায়
    ধারণক্ষমতা। কিন্তু বিলীন হয় না। বরং বদলে যায় কক্ষপথ। অনেকটা ধরাছোঁয়ার বাইরে।তা বলে তার অস্তিত্ব ফুরিয়ে যায় এমনতো নয়। কেজো দুনিয়ায় এটাই মুশকিল। সহজ সত্যকে সহজভাবে নিতে সমস্যা। কবির ভাবনার স্বচ্ছতা আমা হেন গোলা পাঠকের দৃষ্টিপথ প্রসারণে সাহায্য করে

    উত্তরমুছুন

    উত্তরমুছুন