শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

তিথি বালা-র কবিতা

সুখের পাখি

সুখের পাখি পড়বে বুঝি বুকের জালে ধরা
সুখ পাখিটা  এবারে তুই বাজারে  অন্তরা
 অন্তরটা পুড়েছে শত হাজারো দিন আগে
তোর ডানাতে সকল আশা নতুন করে জাগে
মরা যে-বন ধরে আগুন নয়া ফাগুন মাসে
বিঘ্ন করা অতীতগুলি লজ্জা-হাসি হাসে
আমি তো নই নষ্ট করা সেসময়ের দাস
রুদ্ধশ্বাসে ছুটি এবার করেছি হাসফাস
সুখের পাখি ডাকে আমায় শুনি হৃদয় ভরে
তুই যে আমার প্রাণ ভোমরা রাখব হৃদ-কোটরে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন