একটুকরো সাঁতার এসে ডাক দিতেই
নেমে পড়লাম জলে
জলের সে কী আনন্দ, লাবডুব ---
যেন শ্রাবণধারায় ভরে উঠলো
শুকনো নদীর বুক …
সাঁতার কাটতে কাটতে মোহগুলো সব
ঝরে পড়ল জলে
মায়াগুলো যেন ঘুমিয়ে পড়ল
আদর জলের কোলে---
ঘিলুর মধ্যে খেলতে থাকা পোকার দল
দমবন্ধ হয়ে ভাসতে থাকল
শুকনো মাথার খোলে ---
নতুন করে গল্প বোনা শুরু করল অক্ষরঘর
নতুন করে কবিতা আঁকা শুরু করল শব্দগ্রাম –
আমিও সাঁতর কাটতে কাটতে
শুরু করলাম
নতুন শেখা আনন্দগান …
বাহ
উত্তরমুছুন