শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নীলাদ্রি দেব-এর কবিতা

বিবর্তন

সময়ের দীর্ঘ ছায়ার পাশে
যে ফুলগুলো শুকিয়ে গেছে, 
সম্ভাবনা গ্রন্থি খুলে বীজতলা জুড়ে
ছড়িয়ে দিয়েছে ঢেউ
প্রবীণ কাকতাড়ুয়ার দেশে
যা ও যতটা সংগ্রহ আমাদের,
প্রজন্মে বাহিত, বাকিটা ক্ষয়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন