শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

রহিত ঘোষাল-এর কবিতা

নোনা জলের দুর্গম পথ

বৃষ্টির সাথে যে হাওয়া আসে তার কিছুটা রুমালে জড়িয়ে
আমি সাগরের মোহনায় একটি ছোট নৌকায়
শেষ জনমানব অধ্যুষিত দ্বীপ থেকে দূরে।
আরো দূরে চলে যাচ্ছি। 
নোনা পানির জীবন 
আর রূপালি চাঁদ সম্বল
ডিঙি নৌকা থেকে বড়শি জেলেরা 
শুভেচ্ছা বিনিময় করে চলে যায়,
দু'ধারের চর থেকে কেওড়া গাছেরা মাথা নুইয়ে কুর্নিশ জানায়,
মৌয়ালদের গা ছমছমে বর্ণনায় উঠে আসে ধোঁয়ার মতো সচেতনতা,
আরেকটু কান পাতলে শোনা যাবে
মাঝি বউয়ের চঞ্চল মনের দোয়া-দুরুদ,
আকাশে বিপদের সংকেত ঘন কালো হয়ে এলে
ছোট ছোট স্রোত গুলো ঢেউয়ে পরিণত হয়,
                     গহীন জঙ্গল থেকে রূপকথারা
জলদস্যুর চকচকে বন্দুকের নলের মতো ঝিলিক দিয়ে ওঠে । 
আরো অজস্র  উৎপীড়ন ফেলে আমি ভেসে যাচ্ছি,
কথিত আছে নীল সমুদ্রে রঙিন মায়াবিনীদের 
কাছে সাত রাজার ধন আছে,
আমি তার সন্ধানে চলেছি,
এই গোটা মরসুম আমাকে খুঁজো না,
সৈকতে যে বিষধর মরা সাপ দেখতে পাবে
কাঁকড়ার দাঁড়াতে যে উৎকণ্ঠা দেখতে পাবে
ঘাই জালে আটকে পড়া মাছের ছটফটানিতে দেখতে পাবে 
আমি প্রত্যেকের জন্যই কিছু বার্তা পাঠিয়েছি,
আর বুঝেছি জীবিকার পেটে তলিয়ে গেছে অনেক যৌবন। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন