পথের ভুলে আবার এসেছি ফিরে মুসাফির হয়ে
নির্জন সে সেতু আজও একাকী তবে।
নদী বয়ে চলে আজন্মের ব্যথা বুকে নিয়ে
শরতে মেঘ একে একে হারালে
নক্ষত্র এঁকে যায় চোখে:
তখন নামে হেমন্তের সন্ধ্যা
শীতের নির্জনতা।
একে একে সব মানুষ ফিরে গেলে
একা হয়ে পড়ে থাকে সেতু।
একে একে সব হারিয়ে যায়,
হারিয়ে যায় সে চায়ের দোকান,
শীতের আড্ডা, ' দোকানের ' ভিড়
হারিয়ে যায় অতীতের ব্যথা।
চেষ্টা চালিয়ে যান
উত্তরমুছুন