শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

আয়নার পাশে রাখা টেলিভিশন

আমরা আয়না দেখি

আয়নার পাশে রাখা টেলিভিশন দেখি

আঙুলের ছাপ খুঁজতে খুঁজতে

কিছু একটা ঘটবে

একটা দরজা

দুটো জানলা

তিনটে অপেক্ষার

বোতাম পেরিয়ে পেরিয়ে

ভাত মাখতে মাখতে

কিছু একটা ঘটবে

আঙুলের ছাপ খুঁজতে খুঁজতে

আমরা বাড়ি ফিরে এসে

আয়না দেখতে থাকি

আয়নার পাশে রাখা টেলিভিশন দেখতে থাকি 


২টি মন্তব্য: