মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : অমিত কাশ‍্যপ

মুকুন্দপুর

ভাবতেই মন ভারি হল, সবুজ ছুঁয়ে যে গ্রাম‍্যজীবন
যে জনপথ যখন-তখন মাড়িয়ে লছমীদেবীর ঘরে গেছি 
যে মধুদার চায়ের দোকানে শীতের রোদ বসে থাকত
হারিয়ে যাবে স্টেশনে পোঁছতে পোঁছতে, মুকুন্দপুর গল্প হবে 

গ্রামের মিষ্টি মুড়ি আর লোকাল চানাচুর 
ট্রেনের খাদ্য হিসেবে যতক্ষণ চলবে খুলে থাকবে ছবি
কয়েকটা সেলফি আর খুচরো কিছু ছবি আর অনুরোধ 
'আসবেন স‍্যার' বারবার ভেসে যাবে 

দোকানি জানে, আমরাও জানি আশ্চর্য স্থান থাকবে 
আর কি আসা হবে, না আসা যায় 
এটা একটা জীবনযাত্রার ভ্রমণকথা, হারিয়ে যাবে  
প্রিয় মানুষ যেমন হারিয়ে গিয়ে কাল হয় 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন