মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : নীলাদ্রি দেব

দশমী

দশমীর ভার বুঝতে পারেনি,
মাটির কতটা গভীর ছুঁয়েছিল কাঠামোর ভিত
চালচিত্র খসে গেল 
সন্তানের মুখ অস্ত যাওয়া ঘাসের ফ্যাকাশে 
অজস্র টুকরো আলো ভেসে গিয়েও
    আঁকড়ে ছিল প্রতিমার সামান্যতম খড়কাঠ
নীলকণ্ঠের যে ডানায় ভূর্যপত্রের বিচ্ছিন্ন অক্ষর,
বিপরীতে শোক, শুধু শোক 
ছেঁড়া শালু, দেবীঘট, নবপত্রিকার মার্কিন শাড়ি
সবটা থিতিয়ে গেছে
গেঁথে আছে প্রসাদী পদ্মের বীজ
আর ভেসে ওঠা মানুষের লাশে পলকা বিজয়া প্রিন্ট


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন