ব্যালাড
দু'দুটি আপেলের মাঝে মুখ গুঁজে পড়ে থাকছি
আমি
এদিকে সার্কাসতাঁবুর মাঠে তোমার উড়ে যাওয়া
টুপি
পাখির বাঁকানো নখের মত রোদ ছড়িয়ে পড়ে
ধানক্ষেত ও গমবনে
নাম ও প্রতীকসহ মুখস্থ করি হিমবাহের নাম
পতাকায় পারদ ঢুকলে
নদীর উপর আছড়ে পড়ে
ঝড়
একটি পরিপূর্ণ কবিতা, একটি আনন্দময় কবিতা। খুব ভালো লাগলো।
উত্তরমুছুনআবদুর রাজ্জাক:
উত্তরমুছুনএকটি পরিপূর্ণ কবিতা, সুন্দর কবিতা।এবং একটি পাঠমুগ্ধ কবিতা।