মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

অমিত কাশ‍্যপ-এর কবিতা

মুখোশ

আজ সতের জুলাই, রুবি বোডিং-এর সামনে 
হঠাৎ মনে পড়ল, অফিসের মুখোশটাই পরা হয়নি 
অগত‍্যা রাতের মুখোশ, বাসি দাড়ি, গায়ে অশুচিতা নিয়ে 
কেমন কেমনভাবে মন্টুর পানের দোকানে
একটা পান মুখে দিয়ে মুখের গন্ধ দূর হল
এখন খুশি খুশি

নম্র পায়ে রিসেপশন থেকে যেতে গিয়ে 
'গুড মর্নিং স‍্যার' শুনতে হল, রাতের মুখোশ 
অশুচিতা ছাড়ছে না, অফিস কলিগ কেউ কেউ এসেছেন 
চেয়ারে না বসে সোজা টয়লেটে, নিজেকে আয়নায় ফেলে 
বিন্দাস মনে হল, মুখোশ ভুল থেকে আর একটা ভুল যেন না হয় 
সর্তকতার সঙ্গে ছুটির পর  সোজা বাড়ি

সান্ধ্য মুখোশটা ভীষণ জরুরি 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন