শুক্রবার, ২ জুন, ২০২৩

অমিত কাশ‍্যপ-এর কবিতা

পঁচিশে বৈশাখ 

যেতে যেতে প্রান্তিক স্টেশনের কথা 
ঝুপ করে নিরালা হোটেলের সামনে রাস্তা ধরে 
শান্তিনিকেতনী হাতের কাজের দোকানগুলো 
বোলপুরের বৈশাখী রোদে হন্যে হয়ে ঘুরি
ঠাকুরের পায়ের পাতার শব্দ একদা ছুঁয়েছিল

যতবার এসেছি মন বলেছে গুরুদেব শব্দটা
কেমন করে এগিয়ে এসেছে সোনাঝুরির হাটে
পৌষমেলায়, দোল উৎসবে ঝুরঝুরে হাওয়ায়
কঙ্কালিতলায় যে সুর তুলেছিল বীণে বৃদ্ধ বাউল
'ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে'

তপ্ত ধোঁয়া উঠে আসছে কঙ্কালিতলার শ্মশানে
বৈশাখ ভাবতে ভাবতে এলোমেলো চিন্তা 
পঁচিশে বৈশাখ রোজই ঠাকুর হোক জীবনে 
বাইশে শ্রাবণ তাও নিরিবিলিতে হোক স্থাপন 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন