রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রোশনি ইসলাম-এর কবিতা

 

জোয়ার


নানারকম কল্পনা কল্পনার

           মধ্যে সৃষ্টি হল একটি রঙিন আল্পনা

বাতাসে ভাসছে পাহাড়ি গান

           জানলার ধার থেকে

                        দেখা যাচ্ছে ব্যস্ত পথঘাট 

                                   যেন রঙিন ক্যানভাস


রাত্রি নেমে আসতে থাকল 

           আর রাত জাগা পাখিদের আলোড়ন

                                    জোয়ারের স্রোতে


৫টি মন্তব্য:

  1. সৌমিত্র চক্রবর্তী২৫ ডিসেম্বর, ২০২৫ এ ১১:২৭ PM

    অনন্য কবিতা। ভালো লাগল।

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগলো। মুগ্ধতা রেখে গেলাম মা মনি।

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  4. রাত জাগা পাখিদের আলোড়ন আর কল্পনার জোয়ার মনকে ভাসিয়ে নিয়ে গেল রঙিন এক পৃথিবীতে!

    উত্তরমুছুন