মিছিলে যে দৃপ্ত মুখ আশায় আশায়
কেঁপে ওঠে বুক। পৃথিবীর আকীর্ণ
পুষ্টিহীনতা হতাশা জমি-থেকে-বিতাড়িত
স্বজন। নতুন পৃথিবীর সাম্য-ছায়ায়
মিছিলের ভেতর মিছিল এগোয়।
আকাশের ঘনঘটা ধমনীর প্রবাহে
চেতনা কাছাকাছি হেঁটে যায় দিগন্ত বরাবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন