জোয়ার
নানারকম কল্পনা ও কল্পনার
মধ্যে সৃষ্টি হল একটি রঙিন আল্পনা
বাতাসে ভাসছে পাহাড়ি গান
জানলার ধার থেকে
দেখা যাচ্ছে ব্যস্ত পথঘাট
যেন রঙিন ক্যানভাস
রাত্রি নেমে আসতে থাকল
আর রাত জাগা পাখিদের আলোড়ন
জোয়ারের স্রোতে —
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন