অক্ষরে অক্ষরে
অক্ষরে অক্ষরে লেখা ছিল উৎসব যাপনের পরম্পরা
ঘটা করে মুখরিত আয়োজন দিনদুপুর থেকেই শুরু
তা’বলে আহ্বানে থাকবে না সুসময়ের আনাগোনা
ছুটতে ছুটতে তাবৎ বাহানা সরিয়ে রেখে এই রচনা
কোথায় ছিটকে পড়ে ফুলচন্দন পুজোর সামগ্রী যত
স্তব্ধ-মন্ত্র উচ্চারণ শুধু পাতলা অন্ধকারে মনোনিবেশ
রন্ধ্রে রন্ধ্রে তরঙ্গায়িত ঢেউ আর মগ্ন আত্মজ আগুন
আমাদের কানে আসে সেলাইমেশিনের অগ্রন্থিত পদ্য
সন্ধ্যার কোলাহলে সবাই ছাদে উঠে আসে জোৎস্নায়
চাঁদের বিহ্বলিত আনন্দে মেতে থাকে প্রিয় মানুষেরা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন