রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সুস্মিত হালদার-এর কবিতা

হাত

হাতে এসেছিল এক গরাস জীবন

তর্জনী আর মধ্যমার ফাঁক দিয়ে গলে

পড়ে যেতে থাকে টুপ টুপ করে 

একটা একটা দিন।


খালি হয়ে গেলে 

শামুকের মতো গুটিয়ে গেল হাত। 

বন্ধনমুক্তি একাকার 

উদ্বাহু হাত নৃত্যমগ্ন তুরীয় আনন্দে! 



জুলাই, ২০২১ 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন