হে ঈশ্বর তোমায় জানাই
এইটুকুই যা আর কিছু না - একটু;
মনে আসে কথাটা - হয়ত সে কখনো;
এই যেই এতবার মুড়িয়েছি হাঁটু
এতবার হয়েছি নতজানু, অধীন;
সেই তরোয়াল চলেছে শরীর পারে
যে চালিয়েছে - ঈশ্বর তোমারি সৈনিক!
আমার অজান্তে যুদ্ধের সমাহারে
সামনের থেকে যেন কালের প্রতীক!
আসলে সহস্র জন্মের সামুরাই
চাইছে আমার বীরত্বের প্রমাণ,
চেয়ে শানায় তাঁর অস্ত্রখানা তাই
আমি শানাই আমার ভরসার দান
সে যদি ভেঙে আসে চড়াই উৎরাই ---
আমিও সম্যক আমিও প্রতিভাবান

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন