পিছন থেকে দেখেছি
তোমার মাথায় কোঁকড়া চুলের ঝুঁটি
যা কেবলই আমার কাছ থেকে দূরে সরে যায়
ক্ষোভ আর ক্রোধের সীমানা ছাড়িয়ে
আমরা পরস্পরকে মনে মনে বিদায় জানিয়ে চলেছি
দুটো বিপরীতমুখী লিফটে
এমনকি মুখে বিদায়ের কথা না জানিয়েও।
আমাকে সেতু ভেবো না
ভেবো না ঘরের ছাদ
রূপকথার ফেরিওয়ালা তো নয়ই
ফাঁদ নই, নই আকাশের দরজাও
তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ
আগামীকালের অভিমুখে
দেবদূতীর হাতে বিদ্যুৎঝলকের মতো
অনৈচ্ছিক
বালুঘড়ির বালু ফুরিয়ে আসছে
আমাদের পুরস্কার বলতে
আমাদের যাত্রা -- পরস্পরের বিপরীত মুখে
বাসনার সমুদ্রে একলা সকালে
যেখানে ওজর আর সহিষ্ণুতার মাখামাখি
বিপর্যয় বলে আমাকে মনে রেখো না
গোপন কথার রক্ষক বলেও নয়
কোনও এক গোরুর গাড়িতে
আমাদের পথের পাঁচালি দেখছি
শয্যা ছেড়ে
তুমি চলে যাচ্ছ
বলে যাচ্ছ,
পৃথিবী আমাদের চায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন