আমি বেগুনি বাগানবিলাস হয়ে শাস্তির মধ্যে
সারা দুপুরের হলুদের মধ্যে একলা ধ্যান হয়ে
ডুব দিই ডুব ডুব অতলান্ত
ঋতু সরে যায়
একদিন এখানেই ছিলাম মা পাখি হয়ে!
মুঠো থেকে সব উথাল ঢেলে দিয়ে
রং চোরা দিনের পেছন পেছন এতদূর এলাম!
পরিতৃপ্তি ছেতরে পড়ে যাচ্ছে সূর্যের ক্লান্তির গায়ে
সবে তো অর্ধেক পথ তেজস্বী হিলিয়াম আলোয়
কথা থাক
থাক অবিশ্বাসসূচকও...
দেখার মতো দেখতে এসেছে সবাই
দু:খ বেচে ঈর্ষা বেচে বিদ্বেষ বেচে মিথ্যে ঝুড়িগুলো হাওয়ায় দুলছে
দুলুক
সমুদ্রে ভাসানো চিঠিরা ফিরতে পারবে না
তবু এই অপেক্ষাও থাকুক
মথুরা থেকেও ফেরেনি তো কোনো রাজার নৌকো
বিরহও তো ডুবে গেছে কৃষ্ণ কালো অতলে
প্রথমে সময়ের দেয়া চাবুক কাল মেনে নেয়
তারপর অমর হওয়া গল্পরা ভেসে ওঠে...
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ইন্দ্রাণী দত্ত পান্না-র কবিতা
ডুব
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

Sundor, rojer ei omlomodhur jibon ke bhalobasha ekrokom dhyan e bote...khub bhalo laglo
উত্তরমুছুন