পাখির আরাধনা দেখে আমিও মাফ চাই তৎক্ষণাৎ, সবজি ওয়ালার ডাকাডাকি; কেন এত দাম?
পুনর্জন্ম নিয়েও যারা এসে দাঁড়িয়েছে তাদের মনেও একই প্রশ্ন,সমগ্র জাহান ঢেঁকিছাঁটা চাল নিতে এসেছে,
সামনে নলকূপ পেয়ে নিজেদের চামড়া পরিষ্কার করে নিচ্ছে,
মহাসড়ক নিয়ন্ত্রণ হারিয়ে ঝুম বৃষ্টিতে খাদে পড়েছে, পলিথিন দিয়ে এক একটি পরিবার নিজেদের
ঢেকেছে, জীবন চরকি হাতে ছুটছি-ভেঙে যাওয়া বসতবাড়ি জড়িয়ে নিয়ে ছুটছি, আগুন থেকে উঠে আসা
ময়ূর স্রোতের তোড়ে প্লাবিত করে নিম্নাঞ্চল,খেলনা গাড়িতে করে ঘুরে ঘুরে
কদম ফুলের স্বপ্ন বিক্রি করি-
রেণুতে রেণুতে শান দেই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন