সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মেঘ অদিতি-র কবিতা

এক সন্ধ্যায়

এক সন্ধ্যায় আলো থমকায়

পুব আসমান ধীরে লাল হয়

কূট মেঘদল হানে বিদ্যুৎ

পীত পোখরাজ লেবু গাছটায়

রাত বুলবুল ডানা ঝাপটায়

দূর প্রান্তর ক্রমে ম্লান হয়

নীল পুষ্পের ফিকে সৌরভ

সব প্রাণহীন মুছে গৌরব

ভুল ভ্রান্তির ভরা দুর্দিন

পথ শুনশান কী যে বিভ্রম

 

এই সন্ধ্যায় ভরা বর্ষায়

চোখ থমকায় মরা গাছটায়

পুব আসমান হানে বিদ্যুৎ

এক হার্মাদ হাতে খঞ্জর

দেয় চিৎকার কী যে অদ্ভুত

হৃদস্পন্দন বাড়ে শঙ্কায়

স্থির মনটায় কী যে হয় হায়

ওই নির্দয় বুঝি  নেয় প্রাণ

হাড় মজ্জায় ঘিরে সঙ্কট

বয় চারদিক গোলাবর্ষণ

 

এই পদ্যের ডানা উড্ডীন

ভাব চঞ্চল চোখে দূরবীন

পথ বন্ধুর হাতে গাণ্ডীব

চল পার্থের ঢঙে পাণ্ডব

শরসন্ধান যেন পণ তার

তাই উদগ্রীব সে যে দিনমান

এই বর্ষায় কে সে হররোজ

গায় কোন সুর বোঝা দায় খুব

কোন তন্দ্রার ঘোরে জানলায়

ছায়া পড়তেই বুকে ধরফর

 

সেই হার্মাদ ফেলে খঞ্জর

দেয় ডাক তার মধু সন্ধির

গান মুক্তির গেয়ে উত্তাল

প্রেম সঞ্চার করে আত্মায়

মন চঞ্চল হাসি প্রাঞ্জল

স্থির বন্ধন ঝরাবৃষ্টির

দেয় চুম্বন অনাসৃষ্টির

ফের উচ্ছ্বাস ভাঙে শৃঙ্খল

বয় চারধার বায়ু নির্মল 

প্রেম স্বর্গের চির সুন্দর

 

৭টি মন্তব্য:

  1. খুবই চমৎকার। ভালো লাগলো।

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগল। দুলে দুলে পড়লাম। ছন্দের মহিমা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নামহীন হলেও এই কমেন্টদাতাকে চিনতে পারছি। ধন্যবাদ 😇

      মুছুন