ব্রাস প্যাডলক, ইউলাইন প্যাডলক ,মাশটার লক কম্বিনেশান লক, আউট প্যাডলক, ডিস্ক প্যাডলক,
টিএস এ ট্রাভেল লক, কমান্ডো লক, ব্রিংক্স লক,গডরেজ লক, মোডেল লক, নাম্বার লক, স্পীড লক, স্প্যারো প্রোগ্রেসিভ লক, লিঙ্ক লক, উইথ লক, নাইট ল্যাচ লক, লকার লক,কেইজ লক, এক্সটেরিওর আয়রন লক, স্মার্ট লক, ইয়ার এ লক, স্টপ লক, ফোজেজ লক, ডি লক, ফায়ার লক, ওয়ার্ড লক, নেক্সাস লক, নেকেড লক, কী লেস, টপ লেস হর্ণ লক,হকি পুক লক, ফাক লক, ওপেন লক, ড্রিড লক, বিউটি লক, সিকিউরিটি লক, ইন্স্যুরেন্স লক,বাইক লক বেবি লক,পাজল লক,ভল্ট লক, ফল্ট লক, আম্মা লক, ক্যাবল লক, লাভ লক, গ্লাস লক, মেটাল লক, আবুস লক, বুবুজ লক, ডিনাই লক, ওয়েজার লক ,আলমারি লক, ফার্নিচার লক, এন্ট্রেন্স লক, ক্যাবিনেট লক এক্সিট লক-
তালাগুলোর সাথে সব চাবি গুছিয়ে রেখেছি যত্ন করে যুগের পর যুগ-আজ কোন চাবি কোন তালাকে খুলতে পারছে না। সময় অতীত হয়। প্রত্যেকের অবস্থানের পরিবর্তন হয় সম্পর্ক চিরস্থায়ী এমন আবদার কখনোই সম্ভব নয়।
সব সম্পর্ক পাশাপাশি থাকে, তবু কেউ কাউকে খোলে না।মন যদি বন্ধ থাকে কোন কাবিলনামার তালা খোলা যায় না সম্পর্কের চাবি দিয়ে।
যুগ তার টোল তোলে ষোল আনা হিসাব করে।
সময়ের তালাচাবি
হয়ে আমরা সবাই
বেকার সম্পর্ক খুজে বেড়াই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন