শুক্রবার, ২ জুন, ২০২৩

রোশনি ইসলাম-এর কবিতা

দোলনায়


জয় পরাজয় প্রতিযোগিতা

লাফ দিয়ে বাসে চড়লাম

সায়েন্স সিটি- অডিটোরিয়াম।

জীবন মৃত্যুর দোলনায়

আঁকড়ে ধরি ভালোবাসা

 

৫টি মন্তব্য:

  1. প্রতিযোগিতায় সাফল্য থাকে, থাকে পুরস্কার ;
    ভাবছি, কি পেয়েছো ? দোলনচাঁপা ফুল,
    না কি দোনলা বন্দুক ---- অডিটোরিয়ামে অভিনন্দন,

    করি নমস্কার। 🌹

    উত্তরমুছুন
  2. কবিতার শেষ দুটো লাইন দারুণ এবং অনিবার্য!

    উত্তরমুছুন