শুক্রবার, ২ জুন, ২০২৩

সোনালি বেগম-এর কবিতা

ঘ্রাণ

 

নিমফুলের গন্ধে উৎসুক আবাসভূমি

মোহময় শীতলতা

ফসলের ঘ্রাণ মানুষ রাতচরা পাখি।

নিয়ম মেনেই ফাল্গুন-বাতাস

প্রাচীন স্মৃতিস্তম্ভ ছুঁয়ে হাত

অঙ্কিত দৃশ্যে ঠিকানার দ্রুত বিবর্তন।

সকাল সন্ধে বেহালা এস্রাজের ধ্যানমগ্নতা

রঙিন ঘুড়ির লাটাই হাতে

              হেসে উঠছে সদ্য কিশোর-কিশোরী

                                         অরুদ্ধ দুপুর

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন