শুক্রবার, ২ জুন, ২০২৩

রহিত ঘোষাল-এর কবিতা

আমিতো জলকে নেমেছিলাম

বৃষ্টিতে খাওয়া মাটি,
নৌকাতে ভেজা নদী,এখানে ওখানে সারল্যের চাবি কাঠি।হাতিরঝিল কাঠ ফাটা রোদে এলিয়ে দেবে মাথা যেখানে সেলাই ইস্কুল বসেছে স্বনির্ভরতার প্রতিশ্রুতি নিয়ে। মামলার বাদী বুটভাজা চিবায়,জন্মের সময়ের মুখের মধু এখন অস্রাব্য ফেরিওয়ালার,
তুমুল মন খারাপ কেবল শেষ।ক্লান্ত বিধ্বস্ত মেরুদন্ড।পাখা ঘুরতে চাইছে না।ব্যস্ততা ও বেকারত্ব একে অপরের মুখ চাওয়াচাই করে।এই দিনটা তোমার মতোই বুকের ভেতর ধ্বংসস্তূপ নিয়ে ব্যবহারে ফুটিয়ে তোলে আদরের ফসল।সেনপাড়ার দিকে বিকেল নেমেছে সাথে ছিলে তুমি,মুয়াজ্জিনের তাড়াহুড়োর দিকে তাকিয়ে থাকে- কালনাগিনী,পরশুনাগিনী,তোরশুনাগিনী,বাঘিনীনাগিনী,ডাকিনী-যোগিনী,নিবেদিতা ভোগিনী,খালা আম্মা রোগিনী,প্রাক্তনী ঠোগিনী।তখন আমি?
আমিতো জলকে নেমেছিলাম।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন