বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

রোশনি ইসলাম-এর কবিতা

 

লাইভ ভিডিও

 

ফেসবুকে লাইভ ভিডিও শেয়ার করে –––

যাত্রাপথের সাক্ষী হয়ে থাকলাম।

ক্লান্ত পায়ে নদীর পারে

স্বপ্ন আর বাস্তব জানতে দাঁড়িয়ে থাকি –––

               টাপুর-টুপুর বৃষ্টির জলে।

৩টি মন্তব্য: