বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সোনালি বেগম-এর কবিতা


হীরকজন্ম

ধুলোর পরতে ভেসে ওঠে কন্যাফিটাস-শব

নির্মিত পথ এঁকেবেঁকে উত্তর থেকে দক্ষিণ।

প্রতিটি পদক্ষেপ মেপে দেখে পরিবার আদালত।

অতীত খনি-গহ্বরে অমর হীরকজন্ম

মায়ের এলোমেলো আঁচল শিশুর হাসির ঝলক।

শারীরিক মানসিক ঝুঁকি শুধুই জনসংখ্যা নিয়ন্ত্রণ!

অবাঞ্ছিত কন্যা, ফুলের-তোড়া হাতে

লিঙ্গনির্ণয়-গর্ভপাত সকাল দুপুর রাত।

সামাজিক আর্থিক দিকবলয়ে এসব শূন্য-কল্পনা

তোলপাড় মিডিয়া জড়িয়ে ধরে

                কন্যাসুখ অসংখ্য চুমোবৃষ্টি।

৪টি মন্তব্য: