বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

রবীন বসু-র কবিতা

 

নতুন সূর্যালোক


মাথার মধ্যে জটিল হিজিবিজি অঙ্ক 

সূত্রের সন্ধান নেই সমাধা দুরূহ

তৈলাক্ত বাঁশের থেকে নামছে বানর

পুনরায় উঠে যায় কিছুটা আশ্বস্ত

ব্যালেন্স বিহিত দেখা আর সব ভুল

উত্তর সঠিক নয়, পর্বান্তর শেষ

বিক্ষোভ বিলাপ নিয়ে মানুষ হাঁটছে

পথ শুধু দেখে যায় মর্মান্তিক ত্রাস

রাজনীতি গুণ্ডা পোষে পেশিবল তীব্র 

উন্নয়ন মিথ্যাচার সংগঠিত বিজ্ঞাপন

ভিতরে ভিতরে ক্ষয় ঘুণেধরা ভিত 

সমূলে উপড়ে যাবে পরিণতি এই;

তবু সেই ধ্বংসশেষ থেকে ওঠে ঢেউ

নতুন তীরের দিকে সূর্যালোক যায়!

1 টি মন্তব্য: