চালান
খোপ থেকে খোপের ভিতরে চালান হচ্ছে সমস্ত আংঠা,
সুদে আসলে উশুল করে নিয়ে ফিরে গেছে থিয়েটার কোম্পানি --
পায়রার ডানার আওয়াজ,না হাততালি হরবোলার পাল্লায় বাটখারা নেই
নেই কোনও দোকানদারি বা ঝুঠো গয়নার বিষয়ে আগমার্কা ছাপ
ক্রমশ কুকড়ে যেতে যেতে অপারেশন থিয়েটারে সংজ্ঞা লোপ, যোনি ফুঁড়ে দৈব ওষুধ,
নিরাময় সম্পর্কে বাকি কথা স্বাস্থ্য দপ্তর থেকে বাড়ি ফিরে যাচ্ছে
পারিবারিক রিক্রিয়েশন
সারিবাদি সালসা সম্পর্কে চীন থেকে বিশেষজ্ঞ সমিচীন
টাট্টুঘোড়ার লপক ঝপক খামচে ধরছে অন্তরার মুখরা
সম থেকে সমে ফিরে আসার সময়টুকুই যথেষ্ঠ
" লাগা চুনরি মে দাগ "--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন