বৃষ্টির ভিতরে
অসহ্য অসভ্য বুক বৃষ্টির ভিতরে
আজ এই কুয়াশার কাহিনি লিখেছে
দেবদারু দেখে আমি মাতাল হয়েছি
কত উঁচু কত ঋজু উন্মাদনাহীন
তাকে ঘিরে বাঁকা পথ বনের ভিতরে
চুম্বনের মতো কিছু নিশানা দ্যাখায়
কে আর উচ্ছন্নে যায় পাহাড়ের কাছে
যত ক্ষোভ মুছে যায় এ আবহাওয়ায়
মৃদু বৃষ্টি ঝরে পড়ে রাশি রাশি সূচ
নিজেরই চাদরে শীত ঠান্ডা হয়ে আছে
পাহাড় ছড়িয়ে আছে বিষণ্ণ ময়ূর
অসহ্য অসভ্য বুক পেখম মেলেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন