সার্ফিং
‘ইয়েতি’ সেই ‘স্নো ম্যান’ এসে ধরে হাত
বরফ পাহাড় সুনসান
লোমোশ শরীর উত্তাপ আদানপ্রদান।
স্বপ্ন-সত্য-ভ্রম নিয়ে সন্ধের আকাশ
উড়ে আসে ‘ভ্যামপায়ার’
ব্রাম স্টোকার-এর ড্রাকুলা ‘ব্লাড ড্রিংকার’।
নদীর স্রোতে ঝিলমিল চৈত্রের রোদ বাঘের মুখোমুখি
চোখে চোখ রেখে এই দীর্ঘপথ চলা...
সার্ফিং, স্কুবা ড্রাইভিং রোমাঞ্চিত ঢেউ
পৌঁছে যাই সেই দেশ যেখানে নেই ইয়েতি, ড্রাকুলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন