সোমবার, ১ নভেম্বর, ২০২১

রোশনি ইসলাম-এর কবিতা


ফিরে আসছি

বিশাল বাইসন ঘোড়া হরিণ

                       ছুটে আসছে –––

ত্রিশ হাজার বছর পুরোনো গুহাচিত্র।

অবাক বিস্ময়-ঘোর

ইউরোপ এশিয়া আফ্রিকা

             অস্ট্রেলিয়া আমেরিকা

              ঘুরে ফিরে আসছি।

আকাশে ফ্যালকন পাখা মেলেছে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন