গভীর রাতের সনেট
তখনো জেগে থাকি, কেনই থাকি জেগে ?
নিদ্রা আসে না, চিন্তারা আসে দ্রুতবেগে
রাতচরা পাখিরা কবিতা বলে রায়
আমি তা টুকে নিই নিজেরই খাতায়।
এরপর পাঠিয়ে দিই ইমেলে সব
ভেবে নাও সব বুঝি আমারই লেখা?
একদিন যদি হয় মুখোমুখি দেখা
এ নিয়ে উঠবে কি তেমন কলরব ?
গভীর রাতের সঙ্গে এভাবেই সখ্য
দিন কাটে অন্য কত নানা কাজকর্মে
লুকিয়ে রাখি চিন্তা, রাখি নিজের বর্মে
কবিতা বন্ধু কখনো, গদ্য প্রতিপক্ষ।
বুঝি শুধু গভীর রাতের ইশারায়
সকলেই বন্ধু নয়, কাছে আছে যারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন