বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

প্রশান্ত গুহমজুমদার-এর কবিতা


পেয়ালা

১০। আলোচনাগুলি। ঝিঁঝিট। বৈঠকের শেষে সেই পঞ্চাশের গলি। বেশ পাঠ্যপ্রতীতি হয়। শীতের অপরাহ্ন। সুখ লম্বা আলাপে পাখি ডাকে। মনে হয়ধারাপাতে বিঘ্ন কিছু ঘটিতেছে।  কি কেবলই কালক্ষেপবিস্তারে এত ভয়আর বিলম্ব করি না। ভৈরবী জপি। তাবৎ অনুষঙ্গ সহ। গন্ধে মনোগ্রাহী। কোলে নিয়ে চুপ বসি। একটা একটা ফুল। প্রাণের প্রতিটি আয়োজনে বিন্যস্ত করি। শুনিনিকটে বা দূরে। দেখিকৌণিকে। আহাবড়ো সাধ হয়। স্পর্শে কি কুরীতি ঘটিবে!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন