বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

তাপস কুমার চট্টরাজ-এর কবিতা


অন্য পরশ

এটা সেই হাত , নিশ্চিন্তে ধরা যায়।

পেলব মসৃন আরোগ্য মেশা 

অনুভূতি ঘিরে থাকে প্রসন্ন সকালের মত।

কেটে যাওয়া দাগের উপর আলতো করে

খাওয়া চুম্বন , এলোমেলো চুলের মাঝে

বুলিয়ে যায় কোমল পরশ। খাপছাড়া উদ্বেগ

এক নিমেষে স্রোতহীন শান্ত নদীর মত

কুলকুল শব্দ করে।

হৃদয়ের সবটুকু জমা রেখে অনায়াসে

নিরাপত্তার ঘেরাটোপে বিশ্রাম

আঁচলের প্রান্তদেশে ললাটের স্বেদ

খোঁজে আশ্রয় চিবুকে প্রশান্তি ফুটে ওঠে

সেই স্নেহের ছোঁয়ায়

এটা সেই  আশ্চর্য  হাত।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন