মেমরি লেন
গড়িয়ে যাওয়া ব্যাটারি আর টর্চের আলো এইসব নিয়ে
একটা ব্যপ্ত জীবন কিভাবে বুঝি গনগনে দুপুর হয়ে
উঠতে থাকে!
সেরে যাওয়া অসুখের নাম ভুলে গেলে
পাখির ডাকের গ্রামার নিয়ে উঠে আসতে থাকে
শেষ শীতের গ্রাম
ভালোবাসি রেসের ঘোড়া।
রাস্তায় রাস্তায় অবিকল টমটম
গাড়ি।
আজকাল খুব মনে পড়ে তোমার কথা
শিকার পালিয়ে গেলে দেখি গমখেতে
বৃষ্টি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন