আমি এক যোনিজাত ক্ষুদ্রপ্রাণ
দিনের আলোয় ঘুমিয়ে পড়ে সব গাছ
সূর্যাস্তের পর অন্ধকার নেমে এলে
একে একে জেগে ওঠে তারা
আমিও প্রতীক্ষায় থাকি সারাটা দিন
আলস্য ও ব্যস্ততার মাঝে শব্দহীন
তারপর সন্ধ্যার রমণীয় আঁধার ডাকে ‘আয়’
আমি নগ্ন হই সেই আঁধার সন্ধ্যায়
আলোর সীমানা ছেড়ে চলে যাই অরণ্যের নিভৃত মজ্জায়
কথা বলে গাছ কথা বলে গুল্মলতা দীর্ঘ মহীরুহ
সম্ভাষণে সাড়া দিই আমি
সারাটা রাত জুড়ে কত কথা গূঢ় বার্তালাপ
পাতার গভীরে জমে থাকা যত ব্যথা মান অভিমান
চুঁইয়ে পড়ে নীরবে নিঃশব্দে তার পায়ের পাতায়
আমি এক যোনিজাত ক্ষুদ্রপ্রাণ
আনত হই মহাপ্রাণ উদ্ভিদের ছায়ায়
ক্রমশ গহীন হয় রাত আরও আরও
যোনিজাত প্রাণ মিলেমিশে যায়
মহাপ্রাণ উদ্ভিদের বিপুল সত্ত্বায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন